
পাঠ্যপুস্তকে নবাব ফয়জুন্নেছার জীবনী অন্তর্ভুক্তির দাবি
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম: কুমিল্লার লাকসামে অবস্থিত উপমহাদেশের প্রথম মুসলিম ও একমাত্র মহিলা নবাব নারী জাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত একুশে পদক প্রাপ্ত (মরণোত্তর) প্রজাহিতৈষী জমিদার নবাব ফয়জুন্নেছা চৌধুরানী।
প্রায় ১৫২ বছর আগে বেগম রোকেয়ারও জন্মের সাত বছর পূর্বে নারী শিক্ষার প্রসারে ১৮৭৩ সালে তিনি কুমিল্লা শহরেরবাদুড়তলায় প্রতিষ্ঠা করেন 'ফয়জুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়'। ওই বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ২৪০জন শিক্ষার্থী গতকাল সোমবার (১৯ মে) লাকসামের পশ্চিমগাঁওয়ে নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শনে আসে। তাদের সঙ্গে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ আরো ছয় শিক্ষক।
গতকাল ছিলো ১৯ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস। দিবসটি উপলক্ষে রাজধানীর শাহবাগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ।
এ দিকে ...