Friday, July 4
Shadow

Tag: নতুন যাত্রীবাহী ট্রেন রুট চালু

দক্ষিণ সিনচিয়াং ও ছোংছিংয়ের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন রুট চালু

দক্ষিণ সিনচিয়াং ও ছোংছিংয়ের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন রুট চালু

বিদেশের খবর
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোংছিং পৌরসভায় সরাসরি একটি নতুন যাত্রীবাহী ট্রেন রুট চালু হয়েছে মঙ্গলবার। নতুন রুটের প্রথম ট্রেনটিকাশগর থেকে যাত্রা শুরু করে সিনচিয়াংয়ের আকসু ও কুছা সিটি, ছিংহাই প্রদেশের শিনিং শহর, কানসু প্রদেশের লানচৌ শহর এবং সিছুয়ানের কুয়াংইয়ুয়ানে যাত্রাবিরতি দিয়ে ছোংছিংয়ে পৌঁছায়। এতে করে দক্ষিণ সিনচিয়াংয়ের বাসিন্দাদের আন্তঃভ্রমণ বাড়বে বলে আশা করা হচ্ছে। সূত্র : সিএমজি...