“ধানের শীষ যার,আমরা তার”- বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
নওগাঁ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘যারা বিএনপি ও আওয়ামী লীগকে এক করতে চায়, তারাই এ দেশের প্রকৃত ষড়যন্ত্রকারী। তারাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে চায় না।’ গত শুক্রবার নওগাঁর মান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।আব্দুস সালাম বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর ধরে সংগ্রাম করছে।
ফ্যাসিবাদের পতনের পরও মানুষ এখনও তার ভোটাধিকার ফিরে পায়নি। দেশে এখনও শেখ হাসিনার স্বৈরশাসনের রেশ রয়ে গেছে। প্রশাসনসহ বিভিন্ন জায়গায় তার অনুগতরা বসে দেশের নিয়ন্ত্রণ করছে।’তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার চায় না দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক। তারা অরাজকতা তৈরি করে নির্বাচনকালীন সুষ্ঠু প...