
দেশী ও বিদেশী মদের চালানসহ গ্রেপ্তার ২
এম এন আলী শিপলু, খুলনা : ঢাকা থেকে দেশী ও বিদেশী মদের চালান নিয়ে খুলনায় এসে গ্রেপ্তার হলেন দু’জন। এসময় জব্দ করা হয় একটি প্রাইভেট কার। বুধবার রাত সাড়ে নয়টার দিকে খুলনার রূপসা সেতুর টোল প্লাজায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ওই মদের চালান উদ্ধার করে।এসময় গেপ্তার করা হয়, মোঃ আব্দুর রহিম শরীফ (৫৩) এবং গাড়িচালক মোঃ ওহাব শিকদারকে (৬০) । উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে ৩৪ পিস বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের এবং ৪৬ পিস দেশীয় কেরু এন্ড কোম্পানীর মদ।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা থেকে দেশী-বিদেশী মোট ৮০ পিস মদের ইনটেক্ট বোতল নিয়ে খুলনায় আসছিল। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘খ’ সার্কেলের একটি টিম রূপসা সেতুর টোল প্লাজা থেকে তা’ আটক করে। তবে উদ্ধারকৃত মদের মূল্য প্রাথমিকভাবে নিরূপন করা যায়নি।আটকদ্বয় জানান, ঢাকার এ...