
দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ
মাসুদুর রহমান, দিনাজপুর : নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে ও ঢাকার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে
দিনাজপুরে নার্সিং শিক্ষার্থীরা রাস্তার অবরোধ বিক্ষোভ করেছে।
বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল সাড়ে ১১টায় দিনাজপুর জেনারেল হাসপাতাল মোড়ে নার্সিং শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।অবরোধের ফলে দু'পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে জেনারেল হাসপাতালের আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর নার্সিং কলেজসহ দিনাজপুরে অধ্যানরত বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সিভিল সার্জন কার্যালয়ের সামনে সমবেত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেনারেল হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা রাস্তায় বসে বসে "আশ্বাস না প্রজ্ঞাপন" "দাবি মোদের একটাই-ডিপ্লোমাকে ডিগ্রি কর" "সিনিয়র স্টাফ চুপ ...