
চিকিৎসার খরচে প্রতিবছর ৫০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে: সতর্ক করলেন বিএমইউ উপাচার্য
বাংলাদেশে প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ চিকিৎসা ব্যয়ের ভার সহ্য করতে না পেরে দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।
রোববার (৪ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনস (বিএসএনএস)-এর তিন দিনব্যাপী চতুর্থ অন্তর্বর্তী সভার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই আশঙ্কাজনক তথ্য তুলে ধরেন।
চিকিৎসার খরচই দারিদ্র্যের অন্যতম কারণউপাচার্য বলেন, “স্বাস্থ্যসেবা খাতে ব্যয় সাধারণ মানুষের জন্য বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য ঋণ নিতে বাধ্য হন এবং পরে সেই ঋণ শোধ করতে গিয়ে জমিজমা বিক্রি করে দেন। কেউ কেউ তো চিকিৎসা শেষ করতে না পারার আগেই আর্থিক দিক থেকে চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়েন।”
তিনি আরও বলেন, “অনেক রোগী দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয়ভার বহন করতে...