
আওয়ামী লীগ কি আদৌ রাজনৈতিক দল? প্রশ্ন ডঃ ইউনূসের
আওয়ামী লীগকে আদৌ একটি রাজনৈতিক দল বলা যায় কি না—এই প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবেই অনুষ্ঠিত হবে।
লন্ডনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি। তবে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে এই দলটির কার্যক্রম বিচার শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
গণমাধ্যমের ওপর বলপ্রয়োগ বা ‘মিডিয়া ক্র্যাকডাউন’–এর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যাপক ইউনূস দাবি করেন, তার সরকারের আমলেই বাংলাদেশের সংবাদমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, যা অতীতে কখনও দেখা যায়নি।
তিনি আরও জানান, আগামী জুলাই মাসে দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি ‘জুলাই চার্টার’ ঘোষণা করা হবে, আর সেই চার্টারের ভিত্তিতেই অনুষ্ঠিত হবে জাতীয় ...