
ঝিনাইগাতীতে ৩০০ বোতল অবৈধ ভারতীয় মদ উদ্ধার
রিয়াদ আহাম্মেদ, শেরপুর : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে আবর্জনার নীচে পাওয়া গেলো আমদানি নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০০ বোতল মদ। ১৭ মে শনিবার ভোরে উপজেলার রাংটিয়া এলাকার এক বৃদ্ধার বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় ওইসব মদ উদ্ধার করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে মাদকচোরাকারবারি পাচারের উদ্দ্যেশ্যে স্থানীয় রাংটিয়া এলাকায় এক বৃদ্ধার বাড়ীর পাশে ১২টি বস্তায় ৩০০ বোতল মদ আবর্জনা দিয়ে ঢেকে রাখে। শনিবার সকালে ওই বৃদ্ধার প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসেমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবর্জনা দিয়ে ঢেকে রাখাবস্থায় ১২টি বস্তায় ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন শনিবার দুপুরে ...