Thursday, May 8
Shadow

Tag: জামতৈল

দিনাজপুর জেলার  জামতৈল হাইওয়ের ওপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর জেলার  জামতৈল হাইওয়ের ওপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দিনাজপুর, বাংলাদেশ, রংপুর
মাসুদুর রহমান, দিনাজপুর :  আজ ৫-০৫-২০২৫ইং  তারিখ  সন্ধ্যা ৭ টার  সময় দিনাজপুর হইতে রংপুরগামী  নূরানী নামক বাস যার রেজিস্টেশন নং -রংপুর -ব-১১-০০৫২ এবং দশ মাইল হতে দিনাজপুর শহরগামী ট্রাক যাহার রেজিস্ট্রেশন নং -ঢাকা মেট্রো ট-১৫-৬২৫৮ এর মুখোমুখি সংঘর্ষে ট্রাকের সামনে এবং বাসের সামনে দুমড়ে মুচরে যায়।  ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ,  দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ ও  জনগণের সহায়তায় আহত ব্যক্তিদেরকে দিনাজপুর মেডিকেলে প্রেরণ করা হইয়াছে মর্মে জানা যায়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাস্তায় বর্তমান যান চলাচল স্বাভাবিক। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা স্বাভাবিক আছে। আহত অনেকেই হয়েছে তার মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে। আহত পরীক্ষার্থীদের নাম ও ঠিকানা : ১/ মো: বাইজিদ(২১),পিতা- আ: হালিম সাং- ক্ষেতরাই, থানা- উলিপুর, জেলা- কুড়িগ্রাম। ২/মো: আদীবুন সাদ(১৮),পিতা- আ: ক...