সংগঠনের নৈতিক অবক্ষয়ে পদ ছাড়লেন জবি ছাত্রদল নেতা
রোকুনুজ্জামান, জবি প্রতিনিধি: ছাত্রদল এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নীতিবহির্ভূত কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এবং সংগঠনের দুর্বল অবস্থানকে দায়ী করে পদত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ রানা প্রান্ত।
শুক্রবার (১১ জুলাই) ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তাঁর এই পদত্যাগকে কেন্দ্র করে জবি ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমি ব্যক্তিগত সমস্যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির ‘আহ্বায়ক সদস্য’ পদ থেকে সরে দাঁড়াচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম বর্ষ থেকেই ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এই ৩ বছরে সংগঠনের অনেকের ভালোবাসা পেয়েছি। আমি তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতা...