
জবি অধ্যাপক আইনুলের পিঠ বাঁচাতে বইয়ের মোড়ক উন্মোচন
জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলামকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে তাঁর লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচনকে কেন্দ্র করে। ‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের জীবন ও কর্ম’ শীর্ষক গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয় গত ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের উপস্থিতিতে।
তবে এই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষক-শিক্ষার্থীদের অনেকেই। তাদের মতে, যিনি বিগত সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক গোষ্ঠীর ঘনিষ্ঠ হিসেবে ফ্যাসিবাদী শাসনের সহচর ছিলেন, শিক্ষার্থীদের রক্তের দায় যার গায়ে লেগে আছে তাঁর বইয়ের মোড়ক উন্মোচনে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক ব্যক্তির অংশগ্রহণ অত্যন্ত দুঃখজনক।
অধ্যাপক আইনুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় তিনি ছিলেন স্বৈরাচারী সরকারের ঘনিষ্ঠ সহযোগী। শিক্ষক রাজনীতিতে তিনি বারবার ক্ষমতাসীনদের পক্ষে অব...