
ছাত্র-জনতার রক্তে অর্জিত দ্বিতীয় স্বাধীনতা:- শাহজাহান চৌধুরী
ইসমাইল ইমন, চট্টগ্রাম : প্রবীণ রাজনীতিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক এমপি এবং সংসদীয় হুইপ,আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা।” তিনি বলেন, "এই স্বাধীনতা হঠাৎ করে আসেনি, এটি এসেছে ছাত্রদের সাহসিকতা, আত্মত্যাগ এবং গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।"
১৭ মে শনিবার, বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কাল প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, "৩৬ জুলাইয়ের আন্দোলন ছিল ফ্যাসিবাদ বিরোধী এক যুগান্তকারী বিপ্লব। যারা দেশের গনতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছিল, সেই ছাত্র-জনতাই ছিল এই আন্দোলনের মূল চালিকা শক্তি।" তিনি দাবি করেন, "ফ্যাসিবাদ বিদায়ের নায়ক ছাত্র সমাজ।"
তিনি আরও বলেন, “বর্তমানে একটি মহল বিপ্লবীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে তাদের দুর্বল করার ষড়যন্ত...