
রাশিয়ার সঙ্গে কৌশলগত সমন্বয় জোরদারে প্রস্তুত চীন: ওয়াং ই
চীন ও রাশিয়া একসঙ্গে কাজ করে কৌশলগত সমন্বয় জোরদার করতে ও উভয় দেশের নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করতে প্রস্তুত। বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
ওয়াং বলেন, গত মাসে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপে আন্তর্জাতিক ও আঞ্চলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অভিন্ন অবস্থান উঠে এসেছে।তিনি বলেন, চীন ও রাশিয়া আসিয়ান-এর গুরুত্বপূর্ণ সংলাপ অংশীদার এবং পূর্ব এশিয়ার সহযোগিতামূলক প্ল্যাটফর্মে দুই দেশের কৌশলগত সমন্বয় জোরদার করা উচিত। এতে পূর্ব এশিয়ায় উন্নয়নের অভিন্ন ঐক্য গড়ে তোলা সম্ভব হবে।
লাভরভ বলেন, চীন-রাশিয়া দুই দেশই আসিয়ান-এর কেন্দ্রীয় ভূমিকার পক্ষে এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
রাশিয়া চীনের শাংহাই কো...