
চীনে সাইকেলের বাজার চাঙ্গা, বছরে উৎপাদন ১০ কোটি
২০২৪ সালে চীনের সাইকেল উৎপাদনে দেখা গেছে স্থিতিশীল প্রবৃদ্ধি। দেশটিতে এক বছরে তৈরি হয়েছে ৯ কোটি ৯৫ লাখ ৪০ হাজার সাইকেল। এ তথ্য জানালেন চায়না বাইসাইকেল অ্যাসোসিয়েশনের মুখপাত্র চেং সিয়াওলিং।
শাংহাইয়ে অনুষ্ঠিত ৩৩তম চায়না ইন্টারন্যাশনাল বাইসাইকেল ফেয়ারের ফাঁকে চেং জানান, ২০২৪ সালে চীনের বাইসাইকেল রপ্তানি বেড়েছে ২০.৭ শতাংশ, সংখ্যায় যা ৪ কোটি ৭৮ লাখ ১০ হাজার। রপ্তানি আয়ের পরিমাণও ৩.৭ শতাংশ বেড়ে হয়েছে ২৬৬ কোটি ডলার।
বিশেষভাবে দৃষ্টি কেড়েছে ইলেকট্রিক সাইকেল। ২০২৪ সালে ই-সাইকেলের রপ্তানি বেড়েছে ১২ শতাংশ বা ৪৬ লাখ ৭০ হাজার ইউনিট। আর্থিক মূল্য ছিল প্রায় ২১০ কোটি ডলার।
শুধু রপ্তানি নয়, চীনের অভ্যন্তরীণ বাজারেও উচ্চমানের স্পোর্টস সাইকেলের চাহিদা বেড়েছে।...