
উপজেলা পর্যায়ে স্থানীয় আদালতের বিষয়টি আরো বিবেচনার বিষয়-গাজী আতাউর রহমান
কেএম শরীয়াতুল্লাহ, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ : স্থানীয় উপজেলা পর্যায়ে আদালত স্থাপন করা হলে অপরাধ প্রবণতা কমার পরিবর্তে মামলার সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে বিষয়টি আরো ভেব দেখার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব এবং দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। আজ ৩ জুলাই'২৫ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। পূর্বে উপজেলা পর্যায়ে আদালত থাকলেও তা কেন বন্ধ হয়ে যায়, সে বিষয়টিও বিশ্লেষণ দরকার বলে মনে করেন তিনি।
এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামীকে রাষ্ট্রপতির ক্ষমা করে দেয়ার বিষয়ে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে গাজী আতাউর রহমান বলেন আমরা এ বিষয়ে মোটামুটি একমত হয়েছি, তবে আগে যেভাবে রাজনৈতিক ভাবে কিংবা রাষ্ট্রপতির ব্যক্তিস্বার্থে তিনি কাউকে ক্ষমা করে দিতে পারতেন এটা না রেখে কমিশনের পাশাপাশি ভিকটিমদ...