
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করে চীন
গাজা উপত্যকায় ইসরায়েলের নিরবচ্ছিন্ন সামরিক অভিযানের বিরোধিতা করে চীন। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন মুখপাত্র লিন চিয়ান।
লিন চিয়ান বলেন, চীন আশা করে,সব পক্ষই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নেবে এবং সংঘাতের রাজনৈতিক সমাধানের সঠিক পথে ফিরে আসবে। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে চীন বলে জানান তিনি।
সূত্র: সিএমজি...