Monday, May 19
Shadow

Tag: গাছ লাগাচ্ছে ড্রোন

বেইজিংয়ের পাহাড়ে গাছ লাগাচ্ছে ড্রোন

বেইজিংয়ের পাহাড়ে গাছ লাগাচ্ছে ড্রোন

বিদেশের খবর
মাথা তুলে দাঁড়িয়ে আছে খাড়া পাহাড়। আর পাহাড়ের গায়ে গাছ লাগাচ্ছে... না কোনো বীর বনবাসী নয়, গাছ লাগানোর কাজে নেমেছে চীনের ড্রোন। বেইজিংয়ের উত্তরের ইয়ানশান পাহাড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮০০ মিটার উঁচুতে। এর ঢালে সোমবার আকাশপথে উড়ে গিয়েছিল এক দল ড্রোন—সঙ্গে ছিল ছোট ছোট গাছের চারা। এটিই ছিল বেইজিংয়ে ড্রোন-সহায়তায় পরিচালিত প্রথম বনসৃজন প্রকল্প। অভিনব প্রকল্পটি চালু হয়েছে বাতালিং ফরেস্ট ফার্মের শিসিয়া এলাকায়, যা কিনা চীনের ‘থ্রি-নর্থ শেল্টারবেল্ট ফরেস্ট প্রোগ্রাম’–এর আওতায় পড়ছে। লক্ষ্য একটাই—বনসৃজনের প্রচলিত পদ্ধতিকে আরও দক্ষ করা। সেইসঙ্গে পরিবেশের ক্ষতি যতটা কমানো যায় সেটাও নিশ্চিত করা। ইউমুকৌ গ্রামের দলীয় প্রধান এবং ঘাসভূমি ও বনবিষয়ক বিশেষজ্ঞ ইয়াও ইয়ংকাং বলেন, ‘প্রতিটি ড্রোন একবারে ১০টিরও বেশি চারা বহন করতে পারে। পাহাড়ের খাড়া পাশের দুর্গম জায়গায় খুব নিখুঁতভাব...