
নতুন গবেষণাঃ প্রাচীন মানুষের হাতের গঠন, ব্যবহার ও অভিযোজনের রহস্য
মানুষের হাত শুধু কাজ করার উপকরণ নয়, এটি আমাদের জীবনের ছাপও বহন করে। জীবনের বিভিন্ন কর্মকাণ্ড যেমন—গাছ বেয়ে ওঠা, কিছু শক্তভাবে ধরা বা হাতুড়ি দিয়ে আঘাত করা—এই প্রতিটি কাজ হাতের হাড়ের উপর ভিন্ন ভিন্ন চাপ সৃষ্টি করে। সেই চাপের প্রতিক্রিয়ায় আমাদের হাতের হাড়ের কিছু কিছু অংশ মোটা হয়ে যায়।
এই ধারণা থেকেই প্রাচীন মানুষের হাত কেমন ছিল এবং কীভাবে তারা হাত ব্যবহার করত তা বুঝতে বিজ্ঞানীরা ৩ডি স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করে তাদের আঙুলের হাড় বিশ্লেষণ করেন। এই গবেষণায় দক্ষিণ আফ্রিকার দুটি প্রাচীন মানব প্রজাতির জীবাশ্ম হাত নিয়ে কাজ করা হয়। এই প্রজাতিগুলো হলো অস্ট্রালোপিথেকাস সেডিবা (প্রায় ২০ লক্ষ বছর আগে) এবং হোমো নালেদি (প্রায় ৩ লক্ষ বছর আগে)।
গবেষণায় দেখা গেছে, এই দুই প্রাচীন মানব প্রজাতি হাত ব্যবহার করত দুইভাবে—একদিকে গাছ বেয়ে ওঠা বা উঁচু কোনো স্থানে পৌঁছানো, অন্যদিকে হাতের ...