
পাইকগাছায় খুলনা-৬ এ বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. মজিদের গণসংযোগ ও লিফলেট বিতারণ
পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন -২০২৬ খুলনা -৬ (পাইকগাছা -কয়রা) ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ উপজেলা সদরের বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতারণ করেছেন। বুধবার বিকেলে . আব্দুল মজিদ নেতা-কর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাতিখালী ব্রীজরোড, কোর্ট এলাকা, প্রধান সড়ক, বাজার, শিববাটি, সরল জিরোপয়েন্ট বাজারে লিফলেট বিতরণ শেষে জিরোপয়েন্ট সংক্ষিপ্ত পথসভা করেন। এসময় উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা মজিদ গোলদার, মিজানুর রহমান জোয়াদ্দার, শেখ আনারুল ইসলাম, হাবিবুর রহমান, নাজির আহমেদ, আসাদুজ্জামান খোকন, আসাদুজ্জামান ময়না, মাস্টার বাবর আলী, মেছের আলী সানা, আবু মুছা, মফিজুল ইসলাম টাকু, আবুল কাশেম, সাংবাদিক আলাউদ্দিন রাজা, কাজ...