Thursday, May 8
Shadow

Tag: খুলনায় শ্রমিক সংকটে চাষিরা বিপাকে

খুলনায় শ্রমিক সংকটে চাষিরা বিপাকে

খুলনায় শ্রমিক সংকটে চাষিরা বিপাকে

অর্থনীতি ও বাণিজ্য, কৃষি, খুলনা, ফিচার, বাংলাদেশ
এম এন আলী শিপলু, খুলনা :চলতি মৌসুমে দ্বিগুণ মূল্য দিয়েও শ্রমিক সংকটে পড়েছেন খুলনার বিভিন্ন উপজেলার কৃষকরা। ঝড়-বৃষ্টির শঙ্কায় বাড়তি পারিশ্রমিক দিতে না পারায় শেষাবধি পরিবারের লোকজন নিয়ে ধান কেটেও লোকসানের ঘানি টানছেন কৃষকরা।দিগন্তজোড়া সোনালি ধান, চোখ যেদিকে যায় শুধু হলুদ আর সবুজের মিতালি। তেরখাদা উপজেলার মাঠজুড়ে এখন এমনই চিত্র। কৃষকের স্বপ্নের সোনার ধান পেকেছে, কিন্তু মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে শ্রমিক সংকট। এতে করে বোরো চাষিদের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে। শ্রমিক মিললেও জনপ্রতি ৮শ’ টাকা। সঙ্গে দু’বেলা খাবার। এতে গৃহস্থের খরচ পড়ছে এক হাজারের উপরে। বাজারে ধান বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ৩০ টাকা।ডুমুরিয়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বিল ডাকাতিয়া, রংপুরসহ কয়েকটি বিলের জমি অনাবাদি থাকলেও উপজেলার ৪২টি ব্লকে ইরি-বোরো ধান উৎপাদন হয়েছে।তবে কৃষকের নিজস্ব উদ্যোগে বাড়তি খরচে ...