
খুলনায় মাদক মামলায় বিএনপি নেতার সাজা, আপীল শর্তে জামিন
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় মাদক মামলায় রবিবার (১৮ মে) বিএনপি নেতাসহ ২ জনের ১ বছরের কারাদণ্ডাদেশ দেয় আদালত। কিন্তু এই রায় ঘোষণার পর আবার আদালত তাদের আপীলের শর্তে মুক্তি দিয়েছে। মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত হয়ে আপীল শর্তে জামিন পেলেন বিএনপি ১০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মফিজুর রহামান মাজুসহ দু’জন।রোববার (১৮ মে) খুলনার মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মাদ আকরাম হোসেন এ রায় ঘোষণা করেন। এরপর আপীল শর্তে তাদের উভয়ের মুক্তি মেলে।রোববার (১৮ মে) এ রায় ঘোষণা হলেও একদিন পর ঘটনাটি জনাজানি হয়। বিএনপি’র ওই সাধারণ সম্পাদক মফিজুর রহমান মাজু খালিশপুর কাশিপুর কলোনী এলকার বাসিন্দা খলিলুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ১৪ টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশ ও আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নগরীর খালিশপুরের কাশিপুর হাউজিং এলাকায় পুলিশের অভিযান চলাক...