Monday, May 19
Shadow

Tag: খুলনায় মাদক নির্মূলে কোমরবেঁধে নেমেছে কেএমপি

খুলনায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি

খুলনায় মাদক নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি

খুলনা, বাংলাদেশ, সংবাদ
এম এন আলী শিপলু, খুলনা : খুলনায় মাদক নির্মূলে বিভিন্ন মহল এক সপ্তাহ ধরে সরব হয়েছে। বিএনপি এই প্রথম মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। সভা-সমাবেশও করেছে কয়েক দফা। তাদের পরামর্শ পুলিশ তৎপর হলেই মাদক নির্মূল হবে। নগরীর আটটি পয়েন্টকে কেন্দ্র করে এ অপদ্রব্য নির্মূলে কোমর বেঁধে নেমেছে কেএমপি। নগরীর আট থানায় জোরেসোরে উদ্ধার শুরু হয়েছে।জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ কমিটি এবং কেএমপির পৃথক সভায় নগরীর মাদকের হাট বলে খ্যাত আটটি পয়েন্ট চিহ্নিত হয়েছে। পয়েন্টগুলো হচ্ছে- খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ব পার্শ্বের সড়ক, নিরালাস্থ সরকারি এমএমি সিটি কলেজের ছাত্রাবাস, নিরালা, সরকারি মুহাম্মদ মুহসিন কলেজের পার্শ্ববর্তি প্রভাতির মাঠ, জোড়াগেট, টুটপাড়া, রূপসা ও লবণচরা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সভায় বলা হয়েছে, মার্চ মাসে খুলনা জেলায় ৪ কেজি, ২২৭ পিস ইয়াবা, এপ্রিল মাসে ১৩ কেজি গাঁজা, ৮০২ পিস ...