Monday, July 14
Shadow

Tag: খনি আবিষ্কার

চীনে লিথিয়ামের বিশাল খনি আবিষ্কার

চীনে লিথিয়ামের বিশাল খনি আবিষ্কার

বিদেশের খবর
চীনের হুনান প্রদেশে সুবিশাল লিথিয়াম আকরিকের সন্ধান পেয়েছে দেশটির ভূসম্পদ বিভাগ। হুনানের লিনউ কাউন্টির চিচিয়াওশান খনি এলাকায় প্রায় ৪৯ কোটি টন আকরিকে ১৩ লাখ ১০ হাজার টন লিথিয়াম অক্সাইড রয়েছে বলে নিশ্চিত করেছে প্রাদেশিক প্রাকৃতিক সম্পদ দপ্তর। চীনের মিনারেল রিসোর্সেস সার্ভে ইনস্টিটিউট-এর তথ্যমতে, এটি একটি 'পরিবর্তিত গ্রানাইট-ধরনের' লিথিয়াম খনি। বহু বছরের গবেষণা ও নতুন অনুসন্ধান প্রযুক্তির মাধ্যমেই এই মূল্যবান খনির খোঁজ মিলেছে। এখানে রুবিডিয়াম, টাংস্টেন ও টিন-সহ আরও কিছু মূল্যবান খনিজও রয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, বৈদ্যুতিক গাড়ি, শক্তি সঞ্চয় ব্যবস্থা এবং মোবাইল যোগাযোগ প্রযুক্তিতে লিথিয়ামের ব্যাপক ব্যবহার রয়েছে। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ চায়না জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, বিশ্বব্যাপী মোট লিথিয়াম মজুদের ১৬.৫ শতাংশ এখন চীনে। এতে চীন এখন বিশ্বের দ্...