
ক্লাব বিশ্বকাপ সামনে রেখে ফিফার নতুন নিয়ম
আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ক্লাব বিশ্বকাপ। এবারের আসর হবে ৩২ দলের অংশগ্রহণে, যা এটিকে করে তুলেছে আরও প্রতিযোগিতামূলক ও আকর্ষণীয়। এই টুর্নামেন্টকে ঘিরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু করেছে, যা ইতোমধ্যে ২০টি সদস্য দেশের সম্মতি পেয়েছে। এই দেশগুলোর ক্লাবগুলোই এবারের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করছে।
এই বিশেষ ট্রান্সফার উইন্ডো চালু থাকবে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে ক্লাবগুলো তাদের স্কোয়াডে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারবে, যাতে করে তারা ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই নিজেদের দলকে আরও শক্তিশালী করতে পারে।
পরবর্তীতে, ইউরোপের গ্রীষ্মকালীন নিয়মিত ট্রান্সফার উইন্ডো শুরু হবে ১৬ জুন থেকে, যা চলবে ১ সেপ্টেম্বর পর্যন্ত। ফলে দুইটি ট্রান্সফার পর্বের মাঝখানে মাত্র ছয় দিনের একটি ব্যবধান থাকছে।
এখানেই শেষ ন...