
কেডিএর ময়ূরী আবাসিক প্রকল্প নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভাগাভাগির ৪৭ প্লট হয়নি বাতিল, জড়িতরা বহাল তবিয়তে
এম এন আলী শিপলু, খুলনা : খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ময়ূরী আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়ম ও লুটপাটের অভিযোগ বেশ পুরানো। ২০২০ ও ২০২২ সালে দুই দফায় কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়াই আবাসিক প্রকল্পের কোটি টাকা মূল্যের ৪৭টি প্লট আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, এমপি ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ভাগ করে নেন। এসব প্লটে অনিয়মের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।দেখা গেছে, প্লট ভাগ বাটোয়ারায় জড়িত কেডিএর সচিব, সদস্য (এস্টেট)সহ অনেকেই এখনও কেডিএতে চাকরি করছেন। অনিয়মের মাধ্যমে বরাদ্দ নেওয়া প্লটগুলো এখনও আওয়ামী লীগ নেতা, সাবেক এমপি, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের নামে বহাল রয়েছে। এতো বড় অনিয়ম করলেও শাস্তির মুখোমুখি হতে হয়নি কারও। বাতিল হয়নি কারও প্লট।কেডিএ থেকে জানা গেছে, গণবিজ্ঞপ্তি দিয়ে ময়ূরী আবাসিক প্রকল্পের প্লট বিক্রির আবেদন শুরু হয় ২০১৫ সালের ১৬ আগস্ট, চলে ৩০ নভেম্বর পর...