
কুমিল্লায় বিএনপি অফিসে ‘পদবঞ্চিতদের’ ভাংচুর,আগুন, ককটেল বিস্ফোরণ
এস.এম রহমান দুলাল, কুমিল্লা : কুমিল্লায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে নগরীর কান্দিরপাড় এলাকায় মহানগর এবং দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়। এ সময় বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনার পর পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এবং স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার (১৫ মে) রাতে কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে ক্ষিপ্ত পদবঞ্চিত নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।এদিকে গতকাল শুক্রবার (১৬ মে) কুমিল্লার দক্ষিণ জেলা এবং মহানগর ছাত্রদলের নতুন কমিটির পদপ্রাপ্তরা আনন্দ মিছিল করেন। এরপর পদবঞ্চিতরা ওইসব কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করেন।অপরদিকে আজ শনিবার (১৭ মে) সন্ধ...