
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু !
সৈয়দ মুজিবুর রহমান দুলাল, লাকসাম :কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন থেকে পড়ে এক কিশোরের মৃত্য হয়েছে। লাকসাম রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল সংলগ্ন এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছেন। নিহত ওই কিশোরের নাম পরিচয় জানা যায়নি।রবিবার (৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট স্টেশনের আউটারের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত নামা ওই কিশোর চলন্ত ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন দুর্ঘটনার বিষয়টি নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টারকে অবহিত করেন।নাঙ্গলকোট রেলওয়ের স্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, স্টেশনের দক্ষিণ বাইপাসের গোত্রশাল এলাকায় ওই কিশোরের মরদেহ পড়ে থাকে।...