
কুনমিং থেকে বাংলাদেশে ট্রেনে সরাসরি মালামাল পরিবহন চালু
চীনের ইয়ুননান প্রদেশের রাজধানী কুনমিং থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ট্রেনে সরাসরি মালামাল পরিবহনের পথ চালু হয়েছে। চীনের নতুন চালু হওয়া চং হ্য সি-রোড-রেল মাল্টিমোডাল পরিষেবার প্রথম পণ্যবাহী ট্রেনটি শুক্রবার ২৬টি কনটেইনারে স্থানীয় বিশেষ পণ্য নিয়ে কুনমিং থেকে যাত্রা শুরু করে।
এই পরিষেবার সূচনার মাধ্যমে প্রথমবারের মতো কুনমিং থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে ট্রেনে মালামাল পরিবহনের পথ চালু হলো। এই নতুন রুটে আগের তুলনায় পথ এক-তৃতীয়াংশ কমে যায় এবং সময় অর্ধেক হয়ে মাত্র ১৮ দিনে পৌঁছানো সম্ভব হয়। নাহার/আজাদ
এরই সঙ্গে শেষ হলো সমসাময়িক ঘটনা প্রবাহ নিয়ে আজকের পরিবেশনা। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আফরিন মিম এবং আমি শুভ আনোয়ার।
সূত্র: সিএমজি...