
কাশ্মীরে হামলা: ভারত-পাকিস্তান সংঘাতের শঙ্কা পুনরায় জাগ্রত
কাশ্মীরের পাহাড়ে ঘেরা শান্ত উপত্যকা পহেলগাম বহুদিন ধরেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ‘মিনি-সুইজারল্যান্ড’ নামে পরিচিত এই অঞ্চল সম্প্রতি আরও জনপ্রিয় হয়ে ওঠে, কারণ ভারত সরকার দাবি করেছিল—সেখানে সন্ত্রাসী সহিংসতা কমে এসেছে। কিন্তু সেই ধারণায় আঘাত হানে ২২ এপ্রিলের মর্মান্তিক হামলা, যেখানে অন্তত ২০ জন প্রাণ হারান এবং বহু মানুষ আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এটি ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত। 'রেজিস্ট্যান্স ফ্রন্ট' নামক একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। তারা বলেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এই হামলা চালিয়েছে।
ভারতের পুলিশের মতে, এই হামলার পেছনে রয়েছে ভারতীয় শাসনের বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো। ভারতের সাবেক সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা...