Monday, July 14
Shadow

Tag: কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

বকশীগঞ্জের ধানুয়া কামালপুর সীমান্তে নারী সহ সাতজন পুশইন

অপরাধ, জামালপুর, বাংলাদেশ, ময়মনসিংহ
মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে চার নারীসহ ৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ধানুয়া কামালপুর সীমান্তে ১০৮৩ পিলারের কাছ দিয়ে তাদের পুশইন করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে।  আটককৃতদের মৌখিক জবানবন্দি অনুসারে তাদের পৈত্রিক বাড়ি বাংলাদেশের বাগেরহাট, বরগুনা, খুলনা ও ফরিদপুর জেলায়। আটককৃতরা জানান ৫-৬ বছর পূর্বে ভারতে অবস্থানরত নিকট আত্মীয়ের মাধ্যমে কাজের সন্ধানে তারা ভারতে চলে যান। দিল্লি সহ বিভিন্ন শহরে তারা কাজকর্ম করতেন।  আটককৃতরা হচ্ছেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার পাঠামারা গ্রামের কাশেম আলীর খাঁর ছেলে বেলায়েত খাঁ (৫৫) ও একই গ্রামের বেলায়েত খাঁ এর ছেলে মোহম্মদ ইসলাম (২২), ফরিদপুর জেলার মোকসেদপুর থানার বগাইল গ্রামের মে...