
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা।
২০২৪ এর জুলাই মাসের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং তাঁদের আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে দেশব্যাপী একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
আজ ০১ জুলাই ২০২৫ রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান যৌথ বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের সম্মুখ সমরে অংশ নেয়া সংগঠন। সারা দেশের ছাত্রসমাজ ও ইসলামী ছাত্র আন্দোলনের সাহসী নেতাকর্মীরা জীবন ঝুঁকি নিয়ে রাজপথে নামে। শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থান উপস্থাপন করলেও সরকার আন্দোলন দমন করতে চরম দমন-পীড়নের পথ বেছে নেয়। ফলে বহু নেতাকর্মী শহীদ হন, আহত হন, অনেকে গ্রেপ্তার হন । আজও অনেকে হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কেউ হয়রানিমূলক মামলার মুখোমুখি।
ইসলামী ছা...