
এসএসসি পরীক্ষা শেষে অবসরের সময়—শিক্ষার্থীদের করণীয় ও ভবিষ্যতের প্রস্তুতি – তৌফিক সুলতান
তৌফিক সুলতান - প্রভাষক, বি জে এস এম মডেল কলেজ, মনোহরদী, নরসিংদী : এসএসসি পরীক্ষা শেষ হয়েছে কিছুদিন আগে। দীর্ঘ প্রস্তুতি, পড়ালেখা ও পরীক্ষা শেষে এখন পরীক্ষার্থীরা এক প্রকার অবসরে রয়েছে। অনেকে একে 'স্বস্তির সময়' বললেও, এই সময়কে 'সুবর্ণ সময়' বলাই শ্রেয়—কারণ, এই সময়টিকে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থী নিজেকে গড়ে তোলার ভিত্তি তৈরি করতে পারে।
এসএসসি ফলাফল প্রকাশ এবং কলেজে ভর্তি পর্যন্ত এই সময়কালকে অধিক ফলপ্রসূ ও প্রস্তুতিমূলক করে তোলার জন্য শিক্ষার্থীদের কী কী করা উচিত, তা নিচে বিশদভাবে আলোচনা করা হলো।
১. মানসিক ও শারীরিক বিশ্রাম
পরীক্ষা শেষে এক ধরনের চাপমুক্তি আসে, এবং এটা স্বাভাবিক। প্রথম ১-২ সপ্তাহ একটু বিশ্রাম, পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো, ঘুরতে যাওয়া—এসব মানসিকভাবে প্রশান্তি দেয়। তবে এই বিশ্রাম যেন দীর্ঘদিনের অলসতায় পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
২. নি...