
আজ এসএসসি ও সমমানের ফল প্রকাশ, যেভাবে জানতে পারবে ফলাফল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হবে। এর মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।
গত বছরগুলোর মতো এবার আর কেন্দ্রীয়ভাবে একযোগে ফল প্রকাশ করা হচ্ছে না। পরিবর্তে প্রত্যেক শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইট ও নির্ধারিত মাধ্যমের মাধ্যমে ফল প্রকাশ করবে।
ফল প্রকাশ করবে—ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড। পাশাপাশি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকেও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল পাওয়া যাবে আজ বেলা ২টায়। শিক্ষার্থীরা তাদের ফল জানতে পারবে তিনটি উপায়ে—১. বোর্ডগুলোর ওয়েবসাইটে,২. নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে/পরীক্ষাকেন্দ্রে,৩. এসএমএস-এর মাধ্যমে মোবাইলে।
চলতি...