গাধা
এম.ডি জিয়াবুল
হনহনিয়ে– যাচ্ছে তেড়েমুলোর গন্ধে চার পা ছেড়েগণ্ডমূর্খ গাধা!লাঠির আগায় ঝুলছে মুলোমারছে চাবুক চড়ছে হুলোটানছে দড়ি দাদা।
চলছে গাধা মুলোর আশায়পাহাড় নদী জঙ্গল ঠাঁসায়বাদ পড়ে না বাকও,ছুটছে গাধা সব ছাড়িয়েহাটের পরে মাঠ পেরিয়েযায় পেরিয়ে সাঁকো।
হায়রে গাধা উদাস প্রাণেযাচ্ছে কেবল মুলোর টানেপথ হয় নারে শেষ!বলছে হুলো শোনছে দাদাইমানব এরূপ গোলকধাঁধায়আজব আমার দেশ।...