
ভারত-পাকিস্তানের মধ্যে পানি সংকটের নতুন উত্তেজনা
ভারতশাসিত কাশ্মীরে প্রাণঘাতী হামলার পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সিন্ধু পানি চুক্তি আংশিকভাবে স্থগিত করেছে ভারত। ইসলামাবাদ জানিয়েছে, পানিপ্রবাহ বন্ধের যেকোনো উদ্যোগকে তারা ‘যুদ্ধের ঘোষণা’ হিসেবে দেখবে।
প্রায় ৬৫ বছর আগে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তিকে ভারত ও পাকিস্তানের মধ্যে বিরল এক কূটনৈতিক সফলতা হিসেবে দেখা হতো। তবে বিশ্লেষকরা বলছেন, চুক্তি স্থগিতের তাৎক্ষণিক পানি সরবরাহের ওপর বড় কোনো প্রভাব পড়বে না।
ঘটনার পেছনের গল্পসিন্ধু নদী, যা এশিয়ার অন্যতম দীর্ঘ নদী, বিতর্কিত কাশ্মীর অঞ্চল অতিক্রম করে ভারত ও পাকিস্তানে প্রবাহিত। ২২ এপ্রিল কাশ্মীরে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার পর নয়াদিল্লি পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ এনে চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে।
সিন্ধু ...