৩৩ দফা নির্দেশনা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায়
২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ৩৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার এ নির্দেশনা দেওয়া হয়।
আগামী ৩০ জুন শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষার্থীরা সব বিষয়ে পূর্ণ নম্বর ও সময় নিয়ে অংশ নেবে। সকাল ১০টা এবং বিকেল ২টায় পরীক্ষা শুরু হবে।
পরীক্ষা শুরুর অন্তত তিন দিন আগে ট্রেজারিতে সংরক্ষিত প্রশ্নপত্র যাচাই করতে হবে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, কেন্দ্র সচিব ও পরীক্ষা পরিচালনা কমিটির উপস্থিতিতে। প্রশ্নপত্র থাকবে সিকিউ ও এমসিকিউ দুই সেটে এবং নির্ধারিত তারিখ অনুযায়ী নিরাপত্তা খামে সিলমোহর করতে হবে। ভুল বা গাফিলতি হলে দায়িত্বপ্রাপ্ত কর্ম...