
গাজায় একদিনে ইসরায়েলি হামলায় নিহত ৩৯, মোট প্রাণহানি ছাড়াল ৫২ হাজার ৫০০
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান ও স্থল হামলায় শনিবার একদিনেই অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে অন্তত তিনজন শিশু রয়েছে বলে জানিয়েছে চিকিৎসা ও বেসামরিক সূত্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং বার্তাসংস্থা আনাদোলুর তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে নতুন করে শুরু হওয়া হামলায় ইতোমধ্যে ২ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান সহিংসতায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৯৫ জনে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় ৭৭ জন নিহত ও ২৭৫ জন আহত হয়েছেন। আহতের মোট সংখ্যা এখন ১ লাখ ১৮ হাজার ৩৬৬। বহু মানুষ এখনো ধ্বংসস্তূপে আটকে রয়েছেন এবং উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে পারছেন না।
এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেও আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগের ...