
ডিআইইউতে শুরু হলো ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’
ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগের সংগঠন ইমার্জিং ইকোনমিস্ট ফোরাম এর আয়োজনে শুরু হয়েছে ফুটবল টুর্নামেন্ট ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩
বুধবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়। এবারের আসরে অর্থনীতি বিভাগের ১১টি ব্যাচের ১১টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে প্রতিযোগিতায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা।
টুর্নামেন্টের প্রথম দিনেই জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয় অর্থনীতি বিভাগের ছয়টি দল। তাদের চমৎকার পারফরম্যান্সে টুর্নামেন্টের সূচনা দিনেই জমে ওঠে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩ এর রোমাঞ্চকর পর্দা।
এদিকে, উৎসবমুখর পরিবেশে ...