
আমতলীর ইউএনওর নাগরিক সংবর্ধনায় নিজে কাঁদলেন, অন্যদেরকেও কাঁদালেন
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : আমতলীর ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীতে এক নাগরিক সংবর্ধনায় তিনি নিজে কাঁদলেন উপস্থিত অন্যদেরকেও কাঁদালেন । এ সময় হলরুম জুরে পিনপতন নিরবতার মধ্যে অনুষ্ঠান শেষে শুধু একে অপরের দিকে তাকিয়ে চোখের পানিতে বিদায় জানিয়েছেন সকলের প্রিয়জন মানবতার ফেরিওয়ালাকে। এরকম এক হৃদয় বিদারক ঘটনা ঘটে সোমবার দুপুর ১২টায়। আমতলী উপজেলা পরিষদের হলরুমে।
সোমবার দুপুরে আমতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের পদোন্নতি জনিত বদলীর কারনে উপজেলা পরিষদের হলরুমে এক নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তারেক হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মো. মনিরুল ইসলাম তালুকদার, আমতলী উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা...