
আমতলীতে ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ, নিলামে বিক্রি!
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : বরগুনার আমতলীতে নিষিদ্ধকালিন সময়ে মৎস্য আহরণ ও বিক্রির জন্য গোপনে অন্যাত্র পাচার করার সময় ২৬ মন সামুদ্রিক মাছ জব্দ করেন আমতলী উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস। পরে উপজেলা প্রশাসন ওই মাছ নিলামে বিক্রি করে।
উপজেলা মৎস্য অফিস জানায়, জব্দকৃত মাছগুলো চোরাইপথে বাসযোগে তালতলী থেকে আমতলী হয়ে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।
জব্দকৃত বিভিন্ন প্রজাতির ২৬ মন সামুদ্রিক মাছের মধ্যে থেকে ২২০ কেজি মাছ নিলামে ৭৬ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। বাকি মাছ আমতলীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার গভীর রাতে আমতলী উপজেলা সিনিয়র মৎস্য অফিস গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধকালিন সময়ে বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ আহরণ করে তা একাধিক প্লাস্টিকের বস্তায় ভরে একটি পরিবহন বাসে করে ঢাকায় পাচার করার সময় অভিযান পরিচালনা করে তা...