Monday, May 19
Shadow

Tag: আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

আমতলীতে পানি তাল পারাকে কেন্দ্র করে সংঘর্ষে ২ জন আহত

অপরাধ, বরগুনা, বরিশাল, বাংলাদেশ
মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা : আমতলীর আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামে পানি তাল পারাকে কেন্দ্র করে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষে ২জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্বজনরা আমতলী হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার সকালে এ হামলার ঘটনা ঘটে।  জানা গেছে, শুক্রবার সকাল ১০টার সময় আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের মৃত ছয়জদ্দিন হাওলাদারের ছেলে মো. হারুন হাওলাদার তার বাড়ির বাগানে একটি তালগাছের পানি তাল পারতে যান। এ সময় তার ভাতিজা ইউনুছ হাওলাদারের ছেলে মো. মহিবুল্লাহ হাওলাদার গাছ তার দাবী করে পানি তাল পারতে বাধা দেন। এসময় উভয় পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে লাঠিসোঠা নিয়ে হামলা শুরু হয়। হামলায় চাচা হারুন হাওলাদার (৪০) ও ভাতিজা মহিবুল্লাহ হাওলাদার (৩৬) উভয়ই গুরুতর আহত হন। আহতদের দু’জনকে স্বজনরা উদ্ধার করে আমতলী হাসপাতালে এনে ভর্তি করেন। আহত হারুন হাওলাদার...