
নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
খুলনা: নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও তিন সন্তানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুদকের অনুসন্ধান চলমান থাকায় সোমবার (১৯ মে) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুই আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। এছাড়াও সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. আলীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।নিষেধাজ্ঞাপ্রাপ্ত তিন সন্তান হলেন- সাদ আল জাবির আব্দুল্লাহ, লাবিবা আব্দুল্লাহ, মোসাম্মৎ হাবিবুন নাহার।আদালত সূত্রে জানা যায়, দুদকের সহকারী পরিচালক সাজিদুর রোমান দুটি আবেদনে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর এম এ সালাউদ্দিন ইস্কান্দার নিষেধাজ্ঞার পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত নিষেধাজ্ঞার আবেদন মঞ্জুর করেন।আবু ইউসুফের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়েছে, নর্দ...