
আদমদীঘিতে রেল স্টেশনের উপর কুরবানীর পশুর হাট দূর্ঘটনার আশংকা
সজীব হাসান, আদমদীঘি বগুড়া : বগুড়ার আদমদীঘি থানার নশরতপুর রেল স্টেশনের উপর কোরবানির গরুর হাট বসানো হচ্ছে। যে কোন সময় বড় রেল দূর্ঘটনায় শত শত প্রাণহানির আশংকা থাকছে। সান্তাহার থেকে লালমনিরহাট সেকসনের নশরতপুর রেল স্টেশন। এই সেকশনে ৮ জোড়া অর্থাৎ ১৬টি যাত্রিবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ১০টি আন্তঃনগর খুবই দ্রুতগামী এবং ৬টি মেইল ও লোকাল ট্রেন। ঢাকা হতে লালমনিরহাট গামী লালমনি এক্সপ্রেস, ঢাকা হতে রংপুর গামী রংপুর এক্সপ্রেস, সান্তাহার থেকে বোনারপাড়া রংপুর হয়ে দিনাজপুর গামী দোলনচাপা এক্সপ্রেস, ঢাকা থেকে লালমনিরহাট হয়ে বুড়িমারী গামী বুড়িমারী এক্সপ্রেস, সান্তাহার থেকে লালমনিরহাট গামী করতোয়া এক্সপ্রেস। এই ৮টি আন্তঃনগর ট্রেন প্রতিদিন চলাচল করে। সান্তাহার থেকে লালমনিরহাট গামী পদ্মরাগ এক্সপ্রেস মেইল, সান্তাহার থেকে লালমনিরহাট গামী উত্তরবঙ্গ এক্সপ্রেস মেইল এবং সান্তাহার থেকে বোনারপা...