
৩০ কোটি টাকার বাঁধ ভেঙে গেল বর্ষার শুরুতেই, আতঙ্কে সীমান্তবর্তী জনপদ
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে আত্রাই নদীর ওপর নির্মিত বাঁধ ফের ভেঙে পড়েছে। মঙ্গলবার (২০ মে) সকালে অতিরিক্ত পানির চাপে ভারতের অংশে থাকা আত্রাই ড্যামের মেরামতকৃত অংশ ভেঙে গেলে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আত্রাই নদীর পানি দ্রুত বেড়ে গেছে। তারই চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে সদ্য মেরামত করা অংশটি। নদীর আশপাশের গ্রামগুলোতে ইতোমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, পানি আরও বাড়লে ক্ষতিগ্রস্ত অংশ পুরোপুরি ধসে গিয়ে পার্শ্ববর্তী জনপদ প্লাবিত হতে পারে।
উল্লেখ্য, আত্রাই নদী বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে ভারতে প্রবেশ করে আবার বাংলাদেশের মধ্য ও দক্ষিণ-পূর্বাংশ দিয়ে প্রবাহিত হয়েছে। এই আন্তঃসীমান্ত নদীটি উভয় দেশের জনপদের জন্য গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক বছরগুলোতে পানি নিয়ন্ত্রণ ও বাঁধ ব্যবস্থাপনায...