Wednesday, July 30
Shadow

Tag: অ্যানিমেশন থিম পার্কে

শৈশবের কার্টুন চরিত্রে জীবন্ত রূপ: শাংহাইয়ে ইন্টাররেকটিভ অ্যানিমেশন থিম পার্কে উপচে পড়া ভিড়

শৈশবের কার্টুন চরিত্রে জীবন্ত রূপ: শাংহাইয়ে ইন্টাররেকটিভ অ্যানিমেশন থিম পার্কে উপচে পড়া ভিড়

Uncategorized
চীনের জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রগুলো এখন আর শুধু পর্দায় নয়, এবার তারা বাস্তবের রঙিন দুনিয়ায় হাজির হয়েছে শিশু ও অভিভাবকদের জন্য। শাংহাই অ্যানিমেশন ফিল্ম স্টুডিওর উদ্যোগে চালু হয়েছে দেশের প্রথম সম্পূর্ণ চীনা অ্যানিমেশন আইপি -ভিত্তিক ইন্টার‌রেকটিভ থিম পার্ক, যা গ্রীষ্মের ছুটিতে পরিণত হয়েছে একটি প্রধান পারিবারিক আকর্ষণে। শাংহাইয়ের গ্লোবাল হারবারে অবস্থিত এই থিম পার্কে প্রাণ ফিরে পেয়েছে চীনের ঐতিহ্যবাহী জনপ্রিয় অ্যানিমেশন চরিত্রগুলো—সুন উখং, কালাবাশ ব্রাদার্স, ডিটেকটিভ ব্ল্যাক ক্যাট, নয় রঙের হরিণ এবং সাহসী ন্যচা। যারা একসময় টেলিভিশনের স্ক্রিনে চীনের লাখো শিশুর শৈশব রাঙিয়ে দিয়েছিল, এবার তারা জীবন্ত রূপে হাজির হয়েছে শিশুদের সামনে।  এই পার্ক শুধু দেখার জন্য নয়, বরং বাচ্চারা এখানে নানান ইন্টার‌রেকটিভ গেমসেও অংশ নিতে পারছে, চড়ছে স্লাইডে, উঠছে ক্লাইম্বিং ওয়ালে। ফলে বিনোদন...