
মান্দায় অসহায় আলেকজানের পাশে ইউএনও
মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : আলেকজান বিবি। ৮৩ বছর বয়সী এই বৃদ্ধাকে আদর করে সবাই ডাকেন আলো বলে। একটা সময় আলেকজান বিবির ঘর ছিল, ছিলো স্বামী সংসার। তবে স্বামী হারিয়ে বিধবার খাতায় নাম লিখিয়েছেন বহু বছর আগেই। সেই থেকে নিস্বঙ্গভাবে বেঁচে আছেন আলেকজান বিবি। বর্তমানে এই পৃথিবীতে তার কেউ নেই বলে জানিয়েছেন।ভূমিহীন আলেকজান বিবি বছর কয়েক আগে সরকারের দয়ায় পাওয়া মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামে লাভের পাড়ায় অবস্থিত ছোট্ট কুঁড়েঘরে থাকেন তিনি। এরপর থেকে সেখানেই বাস করেন তিনি। তবে মাথাগোজার ঠাইয়ের দুশ্চিন্তা দূর হলেও ঘরে ছিলোনা আলোর ব্যবস্থা। ফলে বয়সের ভাড়ে চোখের জ্যোতি হারানো আলেকজানকে রাতের বেলা চলাফেরায় কষ্ট পেতে হত। ছিলো না বৈদ্যুতিক ফ্যান। এভাবেই আলো বাতাস ছাড়া জীবনের বহু বছর কাটিয়েছে আলেকজান বিবি।জীবনের শেষ প্রান্তে এসে আলেকজান বিবির ঘরে আলোর ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। দেওয়া হ...