Sunday, July 27
Shadow

Tag: অভ্যন্তরীণ কোন্দলে হামলা

যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলা, যুবকের কব্জি বিচ্ছিন্ন!

যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হামলা, যুবকের কব্জি বিচ্ছিন্ন!

অপরাধ, খুলনা, বাংলাদেশ, বিএনপি, যশোর, রাজনীতি
জেমস আব্দুর রহিম রানা, যশোর : যশোরের ঝিকরগাছায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে একজনের হাতের কব্জি কেটে গেছে। মাথা ও ঘাড়ে গুরুতর রক্তাক্ত জখম হয়েছে। আহত আরাফাত লাল্টুর বাবা ও ফুফাতো ভাইও জখম হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় লাল্টুকে ঢাকায় রেফার করা হয়েছে। সোমবার (২১জুলাই) রাত ৮টার পর উপজেলার চান্দেরপোল মোড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নীর অনুসারী গোন্নানগর গ্রামের আরাফাত লাল্টু ও রুবেলদের সঙ্গে বিরোধ চলছিল সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপুর অনুসারী মিজান, সোহাগ ডাক্তার, রশিদদের। সোমবার রাত ৮টার পর মিজান গং রুবেলকে ধরে নিয়ে আসে। খবর পেয়ে বিষয়টি জানতে ঘটনাস্থলে যান লাল্টু। তার সঙ্গে ছিলেন বাবা মতলেব হোসেন ও ফুফাতো ভাই মামুন। লাল্টুর দুলাভাই শাহাজান বলেন, আগে থেকেই ওঁত পেতে থাকা মিজান, সোহাগ ডাক্তার, রশি...