
অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বাড়ছে চীনে
এপ্রিল ২৮, সিএমজি বাংলা ডেস্ক: চীন ২০২৫ সালের প্রথম প্রান্তিকেও অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের ব্যাপক সম্প্রসারণ অব্যাহত রেখেছে। দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়(এমআইআইটি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
প্রতিবেদন বলছে, চলতি বছরের মার্চের শেষে জাতীয় অপটিক্যাল ফাইবার কেবলের মোট দৈর্ঘ্য ৭ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কিলোমিটারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এ প্রবৃদ্ধি দেশটির ডিজিটাল পরিকাঠামো উন্নয়নের একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
একই সময়ে চীনে ৫জি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ কোটি ৮০ লাখে।
এছাড়া, মোবাইল ইন্টারনেট ট্রাফিকেও দ্বিগুণ অগ্রগতি লক্ষ্য করা গেছে, যা ইঙ্গিত করে দেশের ডিজিটাল কানেক্টিভিটি ও তথ্যপ্রবাহের ধারাবাহিক উন্নয়ন।
চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশজুড়ে উচ্চগতির ইন্টারনেট, স্মা...