এপ্রিল ৪, সিএমজি বাংলা ডেস্ক: মিয়ানমারে সম্প্রতি সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে ৫ জন চীনা নাগরিক নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন আরও ১৩ জন। শুক্রবার বেইজিং সময় সকাল ১১টা পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে এ তথ্য।
চীনের মিয়ানমার দূতাবাসের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করা হয়েছে।
সূত্র: সিএমজি
বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা প্রবল। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্প হলে তাৎক্ষণিকভাবে ২ লাখ মানুষ মারা যেতে পারে, আর ৫-৭ লাখ মানুষ ভবনে আটকা পড়ার সম্ভাবনা রয়েছে।
সম্প্রতি দেশে ভূমিকম্পের ঘটনা বেড়েছে। এক মাসে পাঁচবার ভূমিকম্প অনুভূত হয়েছে, সবশেষ শুক্রবার ১২টা ২১ মিনিটে কম্পন টের পাওয়া যায়। মিয়ানমার ও থাইল্যান্ডে শক্তিশালী ভূমিকম্পে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা বাংলাদেশের জন্যও সতর্কবার্তা হতে পারে।
ভূতাত্ত্বিক গবেষণা বলছে, বাংলাদেশ তিনটি প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্পের শক্তি সঞ্চিত রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প ঢাকায় ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ঢাকার জনঘনত্ব অত্যন্ত বেশি, যা প্রাণহানির মাত্রা আরও বাড়িয়ে দিতে পারে।
একটি গবেষণায় ...