শহীদ আবু সাঈদের ছবি বিকৃতি : সাইবার নিরাপত্তা মামলায় যুবক গ্রেপ্তার
আশরাফ গোলাপ, (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় শহীদ আবু সাঈদের ছবি বিকৃত করে সুমন আহম্মেদ (১৮) নামের একজন সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ব্যঙ্গাত্মক পোস্ট করে। শুক্রবার(২৭ জুন) সন্ধ্যায় উপজেলার সান্দিকোনা তার নিজ গ্রামে থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে রাতে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
এর আগে বৃহস্পতিবার সুমন ফেসবুকে আবু সাঈদের একটি ছবি বিকৃত করে অশ্লীল ক্যাপশন ও ব্যঙ্গাত্মক ইমোজি যুক্ত করে পোস্ট করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
সুমন আহমেদ উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।
আটকের বিষয়টি নিশ্চিত করে শনিবার(২৮ জুন) সকালে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে শনিবার রাতে অভিযুক্ত ...